ফরিদপুরে দোকানি হত্যায় চারজনের ফাঁসির আদেশ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৯:২০ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ১৮:৩৯

ফরিদপুরের মুদি দোকানদার বিকাশ সাহা হত্যা মামলায় চার জনের প্রাণদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও দেয়া হয়েছে।

রবিবার বিকালে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোছা. কামরুন্নাহার বেগম এ রায় প্রদান করেন।

সাজা প্রাপ্ততরা হলেন- আলামিন শেখ (পালাতক), স্বপন মুন্সী, নাহিদ শেখ, আয়নাল শেখ। তাদের সকলের বাড়ি জেলার ভাঙ্গা উপজেলার সদরদীর চৌধুরীকান্দায়।

রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে তিনজন আদালতে উপস্থিত ছিলেন। অন্যজন পলাতক।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি এম এ সালাম মামলার বিবরণ সূত্রে জানান, পূর্ব শক্রতার জের ধরে ২০১৭ সালে ৩০ মার্চ বিকাশ সাহা ভাঙ্গা বাজার থেকে রাতে নিজ বাড়ি (ভাঙ্গা উপজেলার সদরদীর চৌধুরীকান্দা) ফিরছিলেন। এ সময় আসামিরা পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে হত্যা করে। পরের দিন সকালে পুলিশ লাশ উদ্ধার করে।

এই ঘটনায় নিহতের ভাই উত্তম কুমার সাহা পরের দিন (৩১ মার্চ) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ২০১৭ সালের ২৩ আগস্ট চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

মামলায় দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে রবিবার বিকালে এই রায় দেন বিচারক।

তিনি বলেন, রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে তিন জন উপস্থিত ছিলো আর একজন পালাতক ছিলো।

ঢাকাটাইমস/২০অক্টোবর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :