সৈয়দপুরে দেড় কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ১৯:১৫

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর পীরপাড়া থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- লক্ষ্মণপুর পীরপাড়ার তোফায়েল ও বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনী মাঝাপাড়ার গুলজারের বাড়ির জসিম উদ্দিন।

পুলিশ বলছে, গোপন সংবাদে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমহনী বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় চৌমহনী থেকে পীরপাড়ার দিকে যাওয়ার সময় একটি ইজিবাইকের গতি রোধ করে। তল্লাশি চালিয়ে ইজিবাইকের চালকের সিটের নিচ থেকে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের প্রায় ১৮ হাজার টাকা মূল্যের পলিথিনের ব্যাগে পেচানো গাঁজা উদ্ধার করা হয়। পলিথিন ব্যাগের মালিক হিসেবে যাত্রীবেশী জসিম এসময় পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে জানায় জব্দ গাঁজা পীরপাড়ার তোফায়েলের। তার বক্তব্য অনুযায়ী পীরপাড়ার তোফায়েলের বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা মাপার পাল্লা উদ্ধার করা হয়। এমতাবস্থায় তোফায়েলকেও আটক করে থানায় নিয়ে আসা হয়।

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) জানান, সৈয়দপুরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সৈয়দপুরকে মাদকমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে আমরা সৈয়দপুর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছি।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :