ভারতের সমালোচনা করলেন এলগার

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ১৯:১৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের বিপক্ষে ইতিমধ্যেই দুই টেস্ট হেরে সিরিজ হার নিশ্চিত করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। রাঁচিতে শেষ টেস্টেও আধিপত্য বিস্তার করতে সমর্থ হয় বিরাট কোহলির দল। পুরো সিরিজেই প্রোটিয়া ব্যাটসম্যান এবং বোলাররা লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে।

তবে নিজেদের এমন ভরাডুবিতে ভারতের কাঁধেই দোষ চাপাচ্ছেন প্রোটিয়া ব্যাটসম্যান ডিন এলগার। তার দাবি, পরিবেশ-পরিস্থিতি এবং খাবারদাবার কোনোকিছুই পছন্দ হয়নি তাদের।

সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এলগার বলেন, ‘এটা খুবই চ্যালিঞ্জিং সফর আমাদের জন্য। ক্রিকেটার হিসেবে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় আমাদের। এখানে যেসব খাবার আমাদের জন্য সরবরাহ করা হয়েছে, সেসব গ্রহণ করা আমাদের জন্য খুবই কঠিন কাজ। আসলে ভারতীয়রা সফরকারী দলের সাথে অনেক চতুরতা দেখায়। অবশ্যই সফরটি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়।’

তবে এলগারের এমন জ্বালাময়ী বক্তব্যের বিরোধিতাও করছেন নেটিজেনবাসীরা। তাদের মতে টানা হারের লজ্জা ঢাকতেই এলগার এমন বুলি আওড়াচ্ছে।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/এআইএ)