যুবলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক চয়ন সদস্য সচিব হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ২১:৩৯

যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস উপলক্ষে প্রস্তুতি কমিটি করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বর্তমান প্রেডিসিয়াম সদস্য চয়ন ইসলাম ও সদস্য সচিব করা হয়েছে বর্তমান সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে।

যুবলীগের ৭ম কংগ্রেস সামনে রেখে শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে নেতা হওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে বয়সসীমা। বর্তমান চেয়ারম্যানকে অব্যাহতি দেয়া হলেও থাকছে না কোনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের বলেন, ‘আমাদের সভাপতি যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। তিনি আগামী জাতীয় কংগ্রেস নিয়ে নির্দেশনা দিয়েছেন। বয়স সীমা ৫৫ বছর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে সদস্য সচিব ও কার্যনির্বাহী সদস্যদের নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। এই কমিটি সম্মেলনের প্রস্তুতি নেবে।

তাহলে কী চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তা হয়নি। তবে চেয়ারম্যানকে অব্যাহতি দেয়া হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের সবাইকে অব্যাহতি দিতে নেত্রীর নির্দেশ রয়েছে।’

চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে কে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘এখন সম্মেলন প্রস্তুতি কমিটি সব করবে। ২৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের কংগ্রেস হবে।’

ফজলে নূর তাপসকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, ‘আমি যা বলেছি- সেটাই কথা। এখন সব সম্মেলনকেন্দ্রিক। এর বাইরে কিছু নেই।’

(ঢাকাটাইমস/২০অক্টোবর/টিএ/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বর্তমান ইসির অধীনে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা ১২ দলীয় জোটের

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে: মির্জা ফখরুল

সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্য নষ্ট করতে দেব না: নাছিম

ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি

ভিন্নমত নির্মূলে প্রশাসন ও আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার: গণঅধিকার পরিষদ

নেতানিয়াহু হিটলারের চেয়েও ভয়ংকর: ওবায়দুল কাদের 

বিশ্ব পরিস্থিতিতে দেশের সংকট সামাল দেওয়া কঠিন: ওবায়দুল কাদের 

ঐতিহাসিক মুজিবনগর দিবসে আ.লীগের কর্মসূচি

ঢাকা উত্তরে এক নেতার 'পকেট কমিটি', বলয়ে জিম্মি দক্ষিণ বিএনপি 

এই বিভাগের সব খবর

শিরোনাম :