মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া স্মরণে ফ্রান্সে দোয়া মাহফিল

ফ্রান্স প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৯, ২১:৫৩

মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া স্মরণে ফ্রান্সের রাজধানী প্যারিসে দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা প্যারিসের অভারভিলা বাংলাদেশি কমিউনিটি মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল হয়।

এতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ফ্রান্সে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিলুর রহমান মিয়া, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রধান নাজিম উদ্দিন আহমেদ, আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি সুনাম উদ্দিন খালেক, কমিউনিটি নেতা মিজান চৌধুরী মিন্টু, সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন, শাহীন আরমান চৌধুরী, ক্রীড়া সংগঠক রুমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতাদের মধ্যে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু, সাবেক সভাপতি আবু তাহের দুলাল, সাংবাদিক অপু আলম, সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, অল ইউরোপিয়ান প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম মামুনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

মিলাদ শেষে মোনাজাতে মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়ার বিদেহী আত্মার মাগফেরাতের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি গত সপ্তাহে সিলেটের ওয়েসিস মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :