‘আগে জনগণের নেতা হতে হবে, তারপর দলের’

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ২২:৩০

ব্যুরো প্রধান, রাজশাহী

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘দলের নেতা হওয়ার আগে জনগণের নেতা হতে হবে। তাহলে জনপ্রিয়তা যেমন থাকবে, তেমনি নেতৃত্বও থাকবে। কিন্তু জনগণের নেতা না হয়ে আগে পার্টির নেতা হলে নেতৃত্ব থাকবে না।’

রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্মেলন উপলক্ষে আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রবিবার সন্ধ্যায় নগরীর মুনলাইট গার্ডেনে এই সম্মেলনের আয়োজন করে নগর ওয়ার্কার্স পার্টি।

বাদশা বলেন, ‘নেতা হয়ে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক থাকবে না এমন হওয়া যাবে না। ওয়ার্কার্স পার্টি এটা কোনোভাবেই সমর্থন করে না।’

রাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, ‘দেশে এখনও অসাম্প্রদায়িক চেতনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এটা বাস্তবায়ন করতে হলে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীকেই তাদের আদর্শের আন্দোলন-সংগ্রাম জোরদার করতে হবে। তার জন্য পার্টিতে শৃঙ্খলা থাকতে হবে। সবাইকে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। ওয়ার্কার্স পার্টি একটা সুশৃঙ্খল দল। এটা ধরে রাখতে হবে।’

নগর ওয়ার্কার্স পার্টির সম্মেলনের সফলতা কামনা করে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘সবাই খুব দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। আগের দিন একটা সফল জনসমাবেশ হয়েছে। সুন্দর প্রতিনিধি সম্মেলনও হলো। এরকম আন্তরিকতার সঙ্গে সব সময় কাজ করলে রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির অবস্থান হবে আরও বেশি শক্তিশালী হবে।’

প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু। সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু সম্মেলন পরিচালনা করেন। প্রতিনিধি সম্মেলনে তিনি নেতাকর্মীদের সামনে মহানগর ওয়ার্কার্স পার্টির নানা কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন।

সম্মেলনে নারী মুক্তি সংসদের রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক তসলিমা খাতুন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সাব্বা আলী খান কলিন্স, নগর সম্পাদকমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, আবু সাঈদ, ফেরদৌস জামিল টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এলএ)