অস্ট্রেলিয়া কোচিং স্টাফ দলে হাসি

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ১০:৩৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন দেশটির সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান মাইক হাসি।

চলতি বছর বিশ্বকাপে রিকি পন্টিং এবং এরপর ইংল্যান্ডের মাটিতে এ্যাশেজ সিরিজে স্টিভ ওয়াহর পর অস্ট্রেলিয়া কোচিং স্টাফে নিযুক্ত হওয়া সর্বশেষ ব্যক্তি হলেন হাসি।

সিডনি ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে হাসি বলেছেন, ‘সত্যিকারার্থেই আমি দারুণ এক্সাইটেড। সত্যিই আমি পুনরায় অসি দলে যোগ দেয়ার অপেক্ষায় আছি।’

মূলত আগামী বছর নিজ মাঠে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা এটে সামনে এগুচ্ছে অস্টেলিয়া ক্রিকেট। ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে সফল অসিরা এখন পর্যন্ত সংক্ষিপ্ত ভার্সনের শিরোপা জিততে পারেনি। তাই নিজ মাঠে এবার সেই খড়া কাটানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

নিজ মাঠে শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে সমান তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া দল। আগামী রোববার সিডনিতে শ্রীলংকার বিপক্ষে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচ দিয়ে নিজেদের গ্রীষ্ম মৌসুম শুরু করবে অসিরা।

হাসি ছাড়া সাবেক টেস্ট বোলার পেসার রায়ান হ্যারিসকেও আসন্ন সিরিজের জন্য বোলিং কোচ নিয়োগ দিয়েছেন ল্যাঙ্গার।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/এসইউএল)