দল পেলেন না সাকিব-গেইল-মালিঙ্গা

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ১০:৪৪ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯, ১১:২৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নতুন ফর্ম্যাটের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেলেন না সাকিব আল হাসান, ক্রিস গেইল ও লসিথ মালিঙ্গার মতো তারকা ক্রিকেটাররা৷ টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হওয়া সত্ত্বেও কোনও ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ দেখায়নি সাকিবদের। এমনকি দক্ষিণ আফ্রিকার তরুণ স্পিডস্টার কাগিসো রাবাদার জন্যও কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি৷

গেইল ও মালিঙ্গা ১ লক্ষ ২৫ হাজার পাউন্ডের সর্বোচ্চ দাম নির্ধারণ করেছিলেন নিজেদের৷ তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই তারকার পিছনে এমন বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে রাজি হয়নি দ্য হান্ড্রেডের কোনও ফ্র্যাঞ্চাইজি৷

সর্বোচ্চ দামের তালিকা থেকে সবার আগে দলে নেওয়া হয় আফগান স্পিনার রশীদ খানকে৷ এছাড়া আন্দ্রে রাসেল, অ্যারন ফিঞ্চ, মিচেল স্টার্ক, সুনীল নারিন, গ্লেন ম্যাক্সওয়েল, ডার্সি শর্ট, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, এমনকি মুজিব উর রহমান ও ইমরান তাহিররা বিক্রি হয়েছেন সর্বোচ্চ দামে৷

১ লক্ষ পাউন্ডের কোটায় নিজেদের রাখা সাকিব আল হাসান, ট্রেন্ট বোল্ট, কায়রন পোলার্ড ও ডোয়েন ব্র্যাভোও অবিক্রিত থেকেছেন৷ এই কোটায় ইংল্যান্ডের বাইরের ক্রিকেটার হিসাবে দল পেয়েছেন কেন উইলিয়ামসন, ক্রিস লিন, মোহাম্মদ নবী, সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ আমিররা।

বাকি ক্যাটাগরি থেকে দ্য হান্ড্রেডের অন্দরমহলে ঢুকে পড়েছেন নাথন কুল্টার-নাইল, শাদব খান, শাহীন আফ্রিদি, ফ্যাবিয়ান অ্যালেন, ওয়েনি পার্নেল, রায়ান টেন ডেসকাট, মিচেল স্যান্টনার, ডেভিড মালান, অ্যাডাম জাম্পা, ওভার্টন, ইভান্স, রীসরা৷

ইসিবির সেন্ট্রাল কন্ট্রাক্ট তালিকা থেকে দ্য হান্ড্রেডের ঘরে ঢুকেছেন জো রুট, জোফ্রা আর্চার, বেন স্টোকস, জনি বোয়ারস্টো, স্যাম কুরান, জস বাটলার, ররি বার্নস ও ক্রিস ওকস৷ সর্বোচ্চ ১ লক্ষ ২৫ হাজার পাউন্ডে ব্রিক্রি হয়েছেন জেসন রয়, ইয়ন মরগ্যানরা।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/এসইউএল)