শপথ নিলেন নতুন ৯ বিচারপতি

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ১১:২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ছবি: সংগৃহীত

শপথ নিয়েছেন সুপ্রিম কোটের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত অতিরিক্ত নয় বিচারপতি, যারা জজ আদালতের বিচারক, রাষ্ট্রের আইন কর্মকর্তা পদে অথবা আইন পেশায় নিয়োজিত ছিলেন।

সোমবার সকালে নতুন বিচারপতিদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়া নয়জন বিচারপতি হলেন- বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, বিচারপতি ড. জাকির হোসেন, বিচারপতি কাজী এবাদত হোসেন, বিচারপতি সাহেদ নুর উদ্দিন, বিচারপতি একেএম জহিরুল হক, বিচারপতি মাহবুবুল ইসলাম এবং বিচারপতি ড. আখতারুজ্জামান।

এর আগে গতকাল রবিবার হাইকোর্ট বিভাগে নয়জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি। গতকালই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। নতুন নয়জনকে নিয়ে হাইকোর্টে বিচারকের সংখ্যা দাঁড়াল ১০০ জনে।

ঢাকাটাইমস/২১অক্টোবর/এমআর