সাভারে পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ২

নিজস্ব প্রতিবেদক, সাভার
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ১৪:০৬

সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার সকালে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পিরোজপুর জেলার ভেন্ডারিয়া থানার হাবিব হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার (৩৬) ও ফরিদপুর জেলার নগরকান্দা থানার বাগবাড়ি গ্রামের শেখ শাহ আলমের ছেলে শিপন মিয়া (২৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মেহেদী হাসান জানান, সকালে আশুলিয়ার ভাদাইল এলাকায় পুলিশ পরিচয়ে প্রতারণাকালে দুই ব্যক্তিকে আটকে রাখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসবাদে আটকরা পুলিশ পরিচয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/২১অক্টোবর/আইআই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :