বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ১৭:১৫

মেসিসহ আর্জেন্টিনা ফুটবল দলের বাংলাদেশ সফর নিয়ে দেশের ফুটবল প্রেমিদের মনে উচ্ছ্বাসা সৃষ্টি হলেও অবশেষে বাফুফে সহ-সভাপতির গলায় শোনা গেল অন্য সুর। অর্থের অভাবে নভেম্বরে বাংলাদেশে আর্জেন্টিনা প্যারাগুয়ের মধ্যকার প্রীতি ম্যাচটি আয়োজন করা হবে না বলে জানান তিনি।

আগামী মাসে মেসির আর্জেন্টিনা ও প্যারাগুয়ের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি আয়োজনের আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশ ফুডবল ফেডারেশন (বাফুফে)। আর এই ম্যাচকে ঘিরে তাদের বহুবিধ পরিকল্পনার গুঞ্জনও শোনা গিয়েছিল। কিন্তু আর্থিক অসঙ্গতি ও ভেন্যু জটিলতার কারণে ম্যাচটি আয়োজনের আগ্রহ হারিয়ে ফেলছে বাফুফে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ম্যাচ আয়োজন না করার ব্যাপারে কারণ হিসেবে বলেন, ‘এই মুহূর্তে আন্তর্জাতিক একটি ম্যাচ আয়োজনের অবস্থানে নেই বঙ্গবন্ধু স্টেডিয়াম। তার ওপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের জন্য মাঠ ও অবকাঠামোগত সংস্কারের বিষয়টিও রাখতে হচ্ছে মাথায়। আর বড় দুইটি দলের জন্য বিশাল অংকের অর্থ যোগানের বিষয়টি তো থাকছেই।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :