কারওয়ানবাজারে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ১৮:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ফুটপাত দখলমুক্তকরণ অভিযানের অংশ হিসেবে রাজধানীর কারওয়ানবাজারে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

অভিযানটির নেতৃত্ব দেন করপোরেশনের অঞ্চল ৫ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

সোমবার সকালে শুরু হওয়া অভিযানটি চলে বেশ কয়েক ঘণ্টা। এসময় কারওয়ান বাজারের মুরগিপট্টি, কাঠপট্টি ও কাঁচাবাজারের ফুটপাত থেকে প্রায় ১৬৫টি ভাসমান স্থাপনা অপসারণ করা হয়।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/কারই/জেবি)