যমুনায় মা ইলিশ ধরায় ১৯ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ১৮:২৫

টাঙ্গাইলে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে তিনটি স্থান থেকে ১৯ জন জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে গভীর রাত পর্যন্ত যমুনা নদীর সদর উপজেলার কাতুলী, কাকুয়া ও হুগড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আতিকুল ইসলাম বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :