‘স্মার্ট কার পার্কিং’ চালু করছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ১৮:৪৬

যত্রতত্র পাকিং ঠেকাতে সড়কে সেন্সর বসাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই সেন্সরের মাধ্যমে জানা যাবে কোথায় গাড়ি পার্কিং করা হয়েছে। নতুন এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘স্মার্ট কার পার্কিং’।

সোমবার উত্তরায় সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করতে এসে এই কথা জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, ‘জনগণের টাকায় রাস্তা করছি, আর সেই রাস্তায় গাড়ি পার্কিং করে রাখবে এটা হবে না। আমরা রাস্তায় সেন্সর বসিয়ে স্মার্ট কার পার্কিং সিস্টেমে যাচ্ছি। রাস্তায় গাড়ি পার্ক করলেই আমাদের কাছে সমস্ত তথ্য চলে আসবে। নির্দিষ্ট চার্জ দিয়ে গাড়ি রাস্তায় রাখতে পারবেন।’

সড়ক নির্মাণের আগে সড়কে পানি নিষ্কাশন সুবিধা নিশ্চিত করতে চান মেয়র আতিকুল। বলেন, ‘আমরা যেসব রাস্তা করছি, সেগুলোতে আগে পানি নিষ্কাশন নিশ্চিত করছি। পানি নিষ্কাশন না হলে রাস্তা বানাতে টাকা ঢেলে লাভ নেই।’

সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

উত্তরার ৪ নম্বর সেক্টরে ২.৮৭৪ কি.মি. সড়ক, ৪.৯৪৮ কি.মি. ফুটপাত, ৪.৯৪৮ কি.মি. আরসিসি নর্দমা এবং ১০৫০ মি.মি. ডায়াপাইপ বিশিষ্ট ৪০০ মিটার নর্দমা নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম।

প্রায় ১৭ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ আগামী বছরের মে মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

প্রকল্পটির কাজ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশা কনস্ট্রাকশন (প্রা.) লিমিটেড।

অনুষ্ঠানে কাজের মান ঠিক রাখতে ঠিকাদারের প্রতি নির্দেশ দেন মেয়র আতিকুল। কাজ তদারকির জন্য তৃতীয় পক্ষকে দায়িত্ব দেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘কাজ তদারকি করার জন্য তৃতীয় পক্ষকে দায়িত্ব দেয়া হবে। তারা যেকোনো সময় রাস্তার নমুনা কাটিং করে বুয়েটে পাঠাবে। যদি উপকরণগুলো না ঠিক থাকে, অর্থাৎ কাজের মান খারাপ হলে ডিএনসিসি বিল দেবে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন প্রমূখ।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :