বিসিসিআইয়ের সভাপতি হতে যোগ্যতা লাগে: গাঙ্গুলি

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ১৮:৫৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গাঙ্গুলি। তিনি ভারতীয় ইতিহাসে দ্বিতীয় অধিনায়ক যিনি বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন। এর আগে ভারতীয় অধিনায়ক হিসেবে ভিজির মহাকুমার বিসিসিআইয়ের পূর্ণ সভাপতির দায়িত্ব সামলেছিলেন।

দায়িত্বে এসেই বোর্ডে অনেক কিছু বদল এবং উন্নয়নের পরিকল্পনা রয়েছে নতুন বোর্ড প্রেসিডেন্টের।

গাঙ্গুলির মতে বোর্ডের দায়িত্ব পাওয়াটা সহজ নয়, এই পদের জন্য যোগ্যতা লাগে বলে তিনি মনে করেন।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘বিসিসিআই-তে পূর্বেও রাজনীতিকরা এসেছেন। সবাই বিসিসিআই সভাপতি হতে পারে না। বোর্ড সভাপতি হতে হলে অবশ্যই অনেক যোগ্যতা্র প্রয়োজন।’

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/এআইএ)