সিটি করপোরেশনের অনুমোদনে ফরিদপুরে আনন্দ মিছিল

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ২১:১০

বিভাগীয় সদর দপ্তর হিসেবে প্রতিষ্ঠার পর ফরিদপুর দেশের ত্রয়োদশতম সিটি করপোরেশনে উন্নীত হওয়ার অনুমোদন পেয়েছে। সোমবার নিকারের বৈঠকে এ সিদ্ধান্তের খবর ফরিদপুরে পৌঁছালে হাজারো জনতা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বাসভবন শহরের বদরপুরের ‘আফসানা মঞ্জিলে’ এসে জড়ো হন।

বিভিন্ন স্লোগানের মাধ্যমে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে ফরিদপুরবাসী। ফরিদপুর সিটি করপোরেশন অনুমোদন হওয়ায় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান হাজারো মানুষ। এসময় মিষ্টি বিতরণও করা হয়।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নিকারের মিটিংয়ে ফরিদপুর সিটি করপোরেশনের অনুমোদন দেয়া হয়েছে। ফরিদপুর সিটি করপোরেশনের অনুমোদন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানাই।’

তিনি বলেন, ‘মিটিংয়ে একই সাথে ফরিদপুরকে পদ্মা বিভাগ করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। পদ্মা বিভাগের হেড কোয়ার্টার হবে ফরিদপুর। এ কারণে আমার নিজের পক্ষ থেকে এবং ফরিদপুরবাসীর পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, ‘ফরিদপুরকে আমি উন্নয়নের মাধ্যমে দেশের মধ্যে অন্যতম জেলায় পরিণত করেছি। ফরিদপুর আরেকধাপ এগিয়ে গেল। স্বাধীনতার পর ফরিদপুর তার যোগ্য মর্যাদায় আসীন হলো।’

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এই প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘ফরিদপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব শর্তসাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিকার। নীতিগত সিদ্ধান্ত হলো বিভাগীয় সদর দপ্তরই হবে সিটি করপোরেশন। ফরিদপুর এখনও বিভাগীয় শহর হয়নি। যখন বিভাগীয় শহর হবে, তখন থেকেই ফরিদপুর সিটি করপোরেশন কার্যকর হবে।’

এদিকে ফরিদপুর সিটি করপোরেশন অনুমোদন হওয়ায় বিকাল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে বিশাল আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উৎফুল্ল জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ বলেন, ‘আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী ফরিদপুরবাসীর আরেকটি প্রাণের দাবি পূরণ করেছেন। এজন্য এ শহরবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। নাগরিকরা এ জন্য আজীবন প্রধানমন্ত্রীকে তাদের হৃদয়ে ধরে রাখবে।’

তিনি আরো বলেন, ‘বদলে দেয়া ফরিদপুরের কারিগর ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের অবদান ফরিদপুরবাসী চিরদিন মনে রাখবে।’

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল বলেন, ‘ফরিদপুর শহর এখন উন্নয়নের নতুন যুগে প্রবেশ করল। ভবিষ্যতে এ শহর হবে দেশের অন্যতম একটি আধুনিক ও নাগরিক সুবিধাসংবলিত শহর। ফরিদপুরকে তার যোগ্য মর্যাদায় আসন করার জন্য তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে অভিনন্দন জানান।’

সাধারণ নাগরিকদের মাঝেও আনন্দ ও উচ্ছ্বাস চোখে পড়ে। ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম বলেন, ‘এ অনুমোদনের জন্য ফরিদপুরবাসী অপেক্ষায় ছিল। অবশেষে সেই স্বপ্নের দিন আজ এসেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

ফরিদপুর চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান বলেন, ‘ফরিদপুরের উন্নয়নের রূপকার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের প্রচেষ্টায় আজ ফরিদপুর সিটি করপোরেশনের অনুমোদন পেল। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘ফরিদপুরবাসীর জন্য আজ বড় খুশির দিন, আনন্দের দিন।’

ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের কাছে আমরা ফরিদপুরবাসী কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফরিদপুরবাসী আরো একধাপ এগিয়ে গেল।’

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :