ভোলার ঘটনায় পল্টনে হেফাজতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৫:৫৩ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ১৫:৪৪

ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠন।

পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মঙ্গলবার জোহরের নামাজের পর বিক্ষোভ করে হেফাজতে ইসলামী। তাদের কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থায় আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার জোহরের নামাজ আদায়ের পরপরই বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতের বিক্ষোভ শুরু হয়। তাদের বিক্ষোভের কারণে দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

ফেসবুকে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মসজিদ চত্বরে তৌহিদি জনতার ব্যানারে রবিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। তবে পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার মধ্যেই সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হলে পরে আসা লোকজন মোনাজাত পরিচালনাকারী দুই ইমামের ওপর চড়াও হন। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী। এ সময় পুলিশ গুলিতে চারজন নিহত হন।

এই ঘটনার পর থেকে বেশ কিছু দাবিতে কর্মসূচি পালন করছে ইসলামী বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল।

বেলা তিনটায় পল্টনে দিকে দেখা গেছে, বাইতুল মোকাররম থেকে শুরু করা বিক্ষোভকারীরা পল্টন মোড়ের হয়ে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। আর বিপুল সংখ্যক পুলিশ সদস্য চারিদিকে দাঁড়িয়ে আছে।

অন্যদিকে পল্টন থেকে বিজয়নগর যাওয়ার দিকেও বিপুল সংখ্যক পুলিশকে অবস্থান করতে দেখা গেছে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :