খেলোয়াড়রা ধর্মঘটে, বিশ্বাসই হচ্ছে না বিসিবি সভাপতির

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৯, ১৬:০৫ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯, ১৬:৪৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

পারিশ্রমিক বাড়ানোসহ মোট ১১ দফা দাবিতে ধর্মঘটে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্রিকেটাররা এই ঘোষণা দেয়। তবে, খেলোয়াড়রা বিসিবির সাথে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেনি।

ক্রিকেটাররা ধর্মঘট ডাকার পর মঙ্গলবার দুপুরে বৈঠকে বসে বিসিবি। বৈঠকের পর সংবাদ সম্মেলন করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, খেলোয়াড়রা যে, ধর্মঘটে এ বিষয়টা তিনি বিশ্বাসই করতে পারছেন না।

নাজমুল হাসান পাপন বলেন, ‘বিষয়টি পুরোপুরি শকিং। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার ক্রিকেটাররা এমন করছে। ওদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। ওরা যেকোনো সমস্যা নিয়ে আমার সাথে কথা বলে। ইমরুলের বাচ্চা অসুস্থ। সিঙ্গাপুরে নিতে হবে। কালকের মধ্যে আমাকে ভিসা করে দিতে হবে। একদিনের মধ্যে ভিসা করলাম। ভিআইপি ব্যবস্থা করলাম। মুশফিকের বাবা, মিরাজের খালা কাকে কে মারল সবই ডিল করেছি। কার মামার জমি দখল করে নিয়ে গেল সেটাও আমার উদ্ধার করতে হবে। খেলোয়াড়দের কোন সমস্যা দেখছি না।’

তিনি আরো বলেন, ‘সাকিব যখন সিপিএলে তখন ওকে দুইবার ফোন করলাম। স্কোয়াড নিয়ে জানতে চেয়েছি। একটা প্লেয়ারের কথা বলেছিলাম যে, ওকে কেন রাখছ? ও তো রান করে না। সকলের সাথে নিয়মিত আমার যোগাযোগ হচ্ছে। ওদের যদি কিছু বলার থাকে তাহলে তো আমাকে বলার কথা।’

বিসিবি বস বলেছেন, ‘এনসিল দেখছি। সারাক্ষণ খোঁজ রাখছি। মোবাইলে স্কোর দেখছি। দেখি তামিমের না নাই। সাথে সাথে ওকে ফোন করলাম। বললাম তুমি খেলছ না? ও বলল, আমি তো একটু ব্যথা পাইছি। আপাতত বিশ্রাম নিচ্ছি। পরে খেলব। ঠিক হয়ে যাবে।’

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এসইউএল)