বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের চেষ্টা চলছে: পাপন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৯:২৪ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ১৬:২৭

ক্রিকেটাররা ধর্মঘট ডাকায় রীতিমতো ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার মিরপুরে বিসিবিতে এক জরুরি বৈঠকে পর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ক্রিকেটারদের এই ধর্মঘটের পেছনে বড় কারণ আছে। বাংলাদেশের ক্রিকেটকে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। এই যড়যন্ত্রকারী কারা তা শীঘ্রই প্রকাশ পাবে।

নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমার কথা হলো ওরা যে, ওরা আমাদের কাছে কেন আসল না? আমাদের কাছে না বলে মিডিয়ার কাছে বলল। ওরা জানে যে, ওরা যদি আমাদের কাছে এসে দাবির কথা বলে তাহলে আমরা মেনে নেব। তাতে তাদের উদ্দেশ্য সফল হবে না। আমি মনে করি, খেলা বন্ধ করা একটা প্লানের পার্ট। আমি স্বীকার করি, বাংলাদেশের ক্রিকেটের ইমেজ নষ্ট করতে ওরা সাকসেসফুল।’

তিনি আরো বলেন, ‘বুঝতে বাকি নাই যে, ওরা এখন পর্যন্ত কেন আসেনি। ফোন কেটে দেয়, ফোন ধরে না। এটা পুরোপুরি পূর্ব-পরিকল্পিত। এর পেছনে বড় ষড়যন্ত্র আছে। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র চলছে। এর আগেও চেষ্টা চলেছে। এটা দ্বিতীয় ধাপ। ভারত সফরে যদি না যায় তাহলে আসিসিরি কী প্রতিক্রিয়া হতে পারে বুঝতে পারছেন? আমরা এই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করব।’

বিসিবি বস বলেছেন, ‘আপনারা দেখেন কোন সময়টাতে ওরা খেলা বন্ধ করল। সামনের মাসে সফর। কোন ট্যুর? এটা ভেরি সিগনিফিক্যান্ট। আমাকে তো সাংবাদিকরাই বলেছেন, ভারতে সিরিজের ব্যবস্থা করেন। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই প্রথম ভারতে ফুল সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এতো কষ্ট করে ফুল সিরিজ ইন্ডিয়াতে আসল। এখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এমন সময় ওরা স্ট্রাইক করল।’

পাপন বলেন, ‘আমি যখন ক্রিকেট বোর্ডে আসি, আইসিসি বোর্ড মিটিংয়ে যাই, তখন শুধু আলোচনা হতো, বাংলাদেশ টেস্ট থেকে বাদ। বাংলাদেশ, জিম্বাবুয়ের সাথে তারা টেস্ট খেলবে না। ঘুরাই ঘুরাই এতো কষ্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছি। বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে।’

তিনি বলেন, ‘কালকে থেকে আমার ফিটনেস, কন্ডিশনিং ক্যাম্প। ২৫ তারিখ থেকে ন্যাশনাল টিমের কোচিং। নতুন একজন কোচ এসেছেন, ভেট্রোরি এসেছেন। জানি, ওদের কোচ পছন্দ নয়। একবার তো শুনেছি যে, ওরা কোচই চায় না। এখন দেশি কোচ চায়। এখন কোচ কী খেলোয়াড়দের কাছে শুনে ঠিক করতে হবে? তারপরও তো আমরা ক্রিকেটারদের সঙ্গে সব বিষয়ে আলোচনা করি।’

নাজমুল হাসান পাপন বলেন, ‘আপনারা কী করবেন আপনারা জানেন। আমার ধারণা বেশিরভাগ মানুষ ক্রিকেটকে ভালোবাসে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্রিকেটেকে ভালোবাসেন। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার চেষ্টা চলছে। এগুলো কারা করছে তা আমরা জানি। ষড়যন্ত্রকারীরা চায় আইসিসি জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটের উপরও স্যাংশন আরোপ করুক।’

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

বার্সেলোনাকে উয়েফার ৩৭ লাখ টাকা জরিমানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :