মাগুরায় কাভার্ডভ্যান থেকে ফেনসিডিলসহ চালক আটক

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ১৬:৩০

মাগুরা ভায়না মোড় এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় কাভার্ডভ্যানের চালক ও মালিক হাসানকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১ টার দিকে মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় বেনাপোল থেকে আসা একটি কাভার্ডভ্যানে তল্লাশি অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় কাভার্ডভ্যানের ভেতরে বিশেষ ব্যবস্থায় তৈরি বক্সে লুকিয়ে রাখা ২৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য প্রায় চার লাখ টাকা।

গ্রেপ্তারকৃত কাভার্ডভ্যান মালিক হাসান গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার উত্তর পাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। সে নিজ মালিকানাধীন কাভার্ডভ্যানে বিভিন্ন মালামালের সাথে বেনাপোল থেকে নারায়ণগঞ্জে বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলো বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।

ঢাকাটাইমস/২২অক্টোবর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :