ফরিদপুরে ২০ হাজার মিটার জাল ধ্বংস

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ১৬:৩২

সারাদেশে ইলিশ আহরণ ও বিপণন নিষেধাজ্ঞা থাকলেও ফরিদপুরের পদ্মা-আড়িয়াল খা-তে অবাধে চলছে মা ইলিশ নিধন।

স্থানীয় প্রশাসন ইলিশ রক্ষায় প্রতিদিনই অভিযান পরিচালনা অব্যহত রেখেছে। জব্দ করা হচ্ছে জাল। দণ্ড পাচ্ছেন জেলেরা।

ফরিদপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান জানান, অভিযানে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আমরা নয় জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। নদী থেকে ২০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

নির্বাহী এই ম্যাজিস্ট্রেট বলেন, ইলিশ রক্ষায় সরকারি আদেশ অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি।

সাজা প্রাপ্তরা হলেন, শাহজাহান, সালাম, জয়নাল, আলাল সিকদার, রাশেদ, আব্দুর সরদার, শরিফ সরদার, আরশাদ মন্ডল এবং পিয়ার মন্ডল। এদের সকলের বাড়ি সদর উপজেলার ডিগ্রীরচর ও নর্থ-চ্যানেল ইউনিয়নে।

এই অভিযানে স্থানীয় মৎস বিভাগ ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেছেন।

ঢাকাটাইমস/২২অক্টোবর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :