দাবি তো আগেই পূরণ করে দিয়েছি: পাপন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৮:১৭ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ১৭:০১

ক্রিকেটাররা ১১ দফা দাবিতে ধর্মঘটের ঘোষণা দেয়ার পর থেকে ক্রিকেটপাড়া এখন সরগরম। কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে সরাসরি ধর্মঘট। ক্রিকেটারদের এমন কাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘ওরা জানে যে, চাইলেই পাবে। কিন্তু যা চাইলেই পাবে তা কেন চাইল না। সবকিছুর পেছনে একটা কারণ আছে। সব খেলোয়াড় এটা জেনেশুনে করছে বলে মনে হয় না। এই মুহূর্তে বের করা দরকার, কারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। আমরা কিছুদিনের জন্য সময় চাচ্ছি। তোমরা যদি খেলতে না চাও, খেলোয়াড়রা যদি না খেলে তাহলে আমরা কী করার আছে।’

তিনি আরো বলেন, ‘ক্রিকেটারদের কী পরিমাণে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে কল্পনাই করতে পারবেন না। ঘরোয়া টুর্নামেন্টে ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেছি। লাইভস্ট্রিমিং করছি। এগুলো যখন করছি তখন তো কোনো কথা নয়। চিন্তা করার বিষয় হচ্ছে, আসলে এগুলো কোনো দাবি কিনা? আমাদের কথা হচ্ছে, খেলোয়াড়রা যেসব দাবি তুলেছে তা আমরা আগেই করে দিয়েছি। আর তাদের দাবি যদি থাকেই তাহলে তো বলবে। না মানলে তারা বলতে পারে যে, আমরা খেলব না।’

তিনি বলেন, ‘আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। খেলোয়াড়রা যদি চায় যাবে, না গেলে যাবে না। ওরা চাইলে আমাদের কাছে বসতে পারে। একেকটা খেলোয়াড় কী পরিমাণ টাকা পায় আপনারা জানেন? তারপরও নাকি ওরা কিছু পায় না।’

পাপন বলেন, ‘ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে টুর্নামেন্ট বাড়ানোর দাবি নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ঘরোয়া ওয়ানডে বাড়াতে হবে। টাইমটা বলে দিতে বইলেন। একটা না আমি চারটা দিব। বলে দাবি আদায় করে নিজেরা খেলবে না এসব ঢং চলবে না। আমি যদি লিগ করি সবাইকে খেলতে হবে। ফিটনেস বাড়াতে হবে। বিসিবি লিগ চালাবে।’

বিসিবি বস বলেছেন, ‘এই ষড়যন্ত্র কারা করছে, আপনারা জানেন, আমরাও জানি। জনগণ জানে না। বিসিবি নিয়ে যা কিছু বলবে বলুক। তাই বলে খেলা বন্ধ? যে সিস্টেমটা চলছে তা নিয়ে যদি কোনো সমস্যা আসে তাহলে বলবে। তারপর আমরা দেখব। ক্রিকেটাররা বলেছে, পায় নাই। এরকম কোনো ঘটনা নেই।’

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

আইপিএলে একই ম্যাচে জরিমানা গুনলেন দুই অধিনায়কই

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়: অনুপস্থিত পাঁচ ক্রিকেটার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

এই বিভাগের সব খবর

শিরোনাম :