স্বপ্ন, প্রিন্স বাজার ও আক্তার প্রপার্টিজকে জরিমানা

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৯, ১৯:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার এবং বিপণনের দায়ে সুপার শপ ‘স্বপ্ন এক্সপ্রেস’, ‘প্রিন্স বাজার’কে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বায়ু দূষণের দায়ে জরিমানা গুণতে হয়েছে ‘আক্তার প্রপার্টিজ’কে।

মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

অভিযানকালে সুপার শপ ‘স্বপ্ন এক্সপ্রেস’ ও ‘প্রিন্স বাজারে’ পলিথিনের ব্যবহার শনাক্ত করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় প্রিন্স বাজারকে ৩০ হাজার টাকা এবং স্বপ্ন এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি সড়কে নির্মাণ সামগ্রী রেখে বায়ূ দূষণের দায়ে ‘আক্তার প্রপার্টিজ লিমিটেডকে’ ১০ হাজার টাকা এবং অপর এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/কারই/জেবি)