বিশ্বের যেকোনো জায়গায় আমরা জিততে পারি: কোহলি

ক্রীড়া ডেস্ক. ঢাকাটাইমস
| আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২০:২০ | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ২০:১৪

দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর ভারত অধিনায়ক বিরাট কোহালির গলায় উঠল টিমগেমের স্লোগান। রাঁচি টেস্টে ইনিংস ও ২০২ রানে জয়ের পর তিনি জানিয়ে দিলেন বিশ্বের যে কোনও জায়গায় জয়ের ক্ষমতা ধরে তাঁর দল।

প্রোটিয়াদের তিন টেস্টের সিরিজে দু’বার ফলো অন করিয়েছে ভারত। ঘরের মাঠে টানা ১১ টেস্ট সিরিজও জিতেছে টিম ইন্ডিয়া। এই দুরন্ত ধারাবাহিকতার পর অধিনায়ক বলেছেন, ‘আমাদের দলে খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও বিশ্বাস রাখি যে বিশ্বের সর্বত্র আমরা জিততে পারব। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা— যে কোথাও আমরা জেতার ক্ষমতা ধরি।’

ভারত যে জেতার জন্য কন্ডিশনের উপর নির্ভরশীল নয়, সেটাই বোঝাতে চেয়েছেন বিরাট কোহলি। বলেছেন, যে কোনও জায়গায় জেতার বিশ্বাস রয়েছে এই ভারতীয় দলের। তাঁর কথায়, ‘আমি গর্বিত এই দলের জন্য। আমরা যখন অ্যাওয়ে সিরিজেও খেলেছি, তখনও প্রত্যেক ম্যাচে লড়েছি। আমরা জেতার জন্য উজাড় করে দিয়েছি। মানসিক ভাবেই আমরা তা শুরু করেছি। ক্রিকেটাররা প্রচণ্ড খেটেওছে তার জন্য। এই দলের মানসিকতা দেখে তাই মুগ্ধ। এই সিরিজটা দুর্দান্ত গেল। আর বিশ্বের সেরা দল হয়ে উঠতে গেলে বহুমুখি হতেই হবে।’

যাঁর নেতৃত্বে তিনবার টেস্টে বিপক্ষকে হোয়াইটওয়াশ করল ভারত, সেই কোহলি আরও বলেছেন, ‘আমরা কেমন দাপটে খেলছি, তা সবাই দেখছেন। যে পিচে তেমন কোনও সাহায্য মজুত নেই, সেখানেও আমরা সাফল্য পাচ্ছি। এর জন্য গর্ব অনুভব করছি। যতক্ষণ আমরা সৎ ভাবে চেষ্টা করতে থাকব, এমন সাফল্য আসবে।’

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :