স্কুলব্যাগে পাঁচ হাজার ইয়াবা, ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ০৯:৪০

টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাস টার্মিনাল এলাকা থেকে প্রায় পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার নাম নাজিউদ্দিন। মঙ্গলবার সন্ধ্যার দিকে স্কুলব্যাগে করে এসব ইয়াবা পাচারের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজিউদ্দিনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ থানার কালার পাড়া এলাকায়।

কক্সবাজার জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেলের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি দল টেকনাফ পৌরসভা ১ নং ওয়ার্ড নাইট্যংপাড়া বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। পরে তার কাছে থাকা স্কুলব্যাগে তল্লাশি করে ভেতরে সাদা কসটেপ মোড়ানো একটি পলিথিন থেকে ৪ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নাজিউদ্দিন তাদীর্ঘদিন ধরে টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল এলাকার ইসমাইলের কাছ থেকে ইয়াবা কিনে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। মাদক আইনে মামলা করে গ্রেপ্তার ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পলাতক ইসমাইলকেও আসামি করা হয়েছে।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/প্রতিনিধি/এমআর