স্বস্তির জয় পেলো রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১১:৫৮ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৯, ১০:৩৬

অবশেষে স্বস্তির জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে প্রথমবারের মতো জয়ের দেখা পেলো তারা। গতকাল তার্কিশ ক্লাব গালাতাসেরের বিপক্ষে ১-০ গোলে জয় পায় জিনেদিন জিদানের শিষ্যরা।

প্রথম ম্যাচে পিএসজির সঙ্গে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে ব্রুগের বিপক্ষে হোচট খায় রিয়াল। দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরে রিয়াল শিবিরে স্বস্তি বিরাজ করছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে গালাতাসেরের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নামে রিয়াল। কষ্টার্জিত ম্যাচে ১-০ গোলে জয় পায় স্প্যানিশ জায়ান্টরা। তিন ম্যাচে একটি মাত্র জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে লস ব্লাকোসরা। তিন ম্যাচের প্রত্যেকটিতে জয় পেয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পিএসজি।

ম্যাচের ১৮তম মিনিটে জার্মান তারকা টনি ক্রুসের একমাত্র গোলটিই রিয়ালের বাঁচার কারণ হয়ে দাঁড়ায়। পুরো ম্যাচে একবারো গোল পোস্টে শট নিতে পারেননি রিয়াল ফরোয়ার্ডরা। বলা যায় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে।

রিয়ালের রক্ষণভাগের কারণেই মূলত মান বেঁচেছে জিদানের। মার্সেলো-রামোস, ভারানে ও কার্ভাহালের দুর্দান্ত ডিফেন্সে স্বাগতিকরা বল নিজেদের দখলে বেশি রাখলেও গোলের সুযোগ করতে পারেনি। এক জাত মিডফিল্ডার হয়ে পুরো ম্যাচে সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছে টনি ক্রুস।

তবে জিদানের ধন্যবাদ দিতে হবে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে। দুর্দান্ত তিনটি সেভ করেছেন এই বেলজিয়াম গোলরক্ষক।

ইউরোপ সেরার লড়াইয়ে আগামী ৭ নভেম্বর ফিরতি লেগে রিয়ালের মাঠে আসবে গালাতাসেরে। ২৭ নভেম্বর সান্তিয়াগো বার্নাবুয়ে আসবে পিএসজি।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :