ইনস্টাগ্রাম পোস্টেই বড়লোক রোনালদো

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ১১:৪৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বয়স ৩৪ তো কী হয়েছে!‌ এখনও ক্যারিয়ারের তুঙ্গে তিনি। তাই প্রশ্নটা যতবারই ঘুরেফিরে আসুক, তাঁর উত্তর একই, ‘‌বয়স তো নেহাতই একটা সংখ্যা।’‌

লোকোমোটিভ মস্কোর বিরুদ্ধে মঙ্গলবার গভীর রাতে খেলল জুভেন্টাস। তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফের ক্রিশ্চিয়ানো রোনালদো বললেন, ‘‌আমি মনে করি না ৩৪, ৩৫ বা ৩৬ হওয়া মানেই আপনি ক্যারিয়ারের শেষ পর্বে পৌঁছে গিয়েছেন। আমি পারফরমেন্স দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছি। যেভাবে খেলি, সেটা বেশ উপভোগ করছি। নিজেকে আরও পরিণত লাগছে। খেলাটা সম্পর্কে সবসময় ভাবছি। এটাই আমাকে বাকিদের থেকে আলাদা করে দিচ্ছে।’‌

ভুল বলেননি পর্তুগিজ তারকা। ক্যারিয়ারের ৭০১তম গোল করার পর ফের এক রেকর্ডের সামনে তিনি। আর মাত্র একটি গোল করলে চ্যাম্পিয়ন্স লিগে ৩৪তম প্রতিপক্ষের বিরুদ্ধে গোল হবে তাঁর। রাউলকে পিছনে একাই এই রেকর্ডধারী হবেন। 

ফিফা বর্ষসেরার ট্রফি পাননি। ব্যালন ডি’‌ওর পাবেন কী না এমন প্রশ্নের জবাবে‌ রোনালদো বললেন, ‘‌ব্যক্তিগত পুরস্কারে আমার কোনও মোহ নেই। আমার লক্ষ্য দলের হয়ে ট্রফি জেতা। দলগত ট্রফি জিতলেই ব্যক্তিগত পুরস্কার জেতার কাছাকাছি আসা যাবে। সোনার বল আমার কাছে দ্বিতীয় স্থানে।’‌

এর মধ্যেই এক সমীক্ষায় জানা গেছে, ফুটবল থেকে যে টাকা উপার্জন করেন, তার থেকেও রোনালদোর অনেক বেশি আয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। গত বছর ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট থেকে ৪৭.‌৮ মিলিয়ন ডলার (‌প্রায় ৩৩৯ কোটি টাকা)‌ আয় করেছেন রোনালদো, যা জুভেন্টাস থেকে পাওয়া বেতনের থেকে ১৪.‌৭ মিলিয়ন ডলার বেশি। বিজ্ঞাপনের পোস্ট পিছু তিনি পান ৯ লক্ষ ৭৫ হাজার ডলার (‌৬ কোটি ৯১ লক্ষ টাকা)‌। এক নামী কোম্পানির মালিক জানান, রোনালদোর ইনস্টাগ্রাম অনুগামীর সংখ্যা বিশ্বে সর্বাধিক। তাই তাঁর জন্য টাকার ঝুলি উপুড় করতে পিছপা হয় না সংস্থাগুলি।

(ঢাকাটাইমস/২৩ অক্টোবর/এআইএ)‌