হোল পাঞ্চ ডিসপ্লের ফোনে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ১২:০৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

৬ জিবি র‌্যাম ও হোল পাঞ্চ ডিসপ্লেতে বাজারে এলো হুয়াওয়ের নোভা সিরিজের নতুন ফোন। মডেল নোভা ফাইভ জেড। ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। 

ফোনটির কোয়াড ক্যামেরা সেটআপে আছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল লেন্স)+ ২ মেগাপিক্সেল (ম্যাক্রো লেন্স) + ২ মেগাপিক্সেল (ডেপথ সেন্সর)। সেলফির জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

তিনটি সংস্করণে ফোনটি বাজারে পাওয়া যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-৬ জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। উভয় ফোনে রয়েছে অক্টাকোর হাইসিলিকন কিরিন ৮১০ চিপসেট।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। এতে ফাস্ট চার্জিং টেকনোলজি সংযোজন করা হয়েছে। 

অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ৬.২৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের এক কোনে থাকছে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। ডিসপ্লে রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এজেড)