কাউখালীতে দুই জেলের কারাদণ্ড

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ১৬:৫২

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের কাউখালীর কঁচা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চিরাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ফয়সাল ও সুবিদপুর গ্রামের মাহবুব সরদারের ছেলে কাওসার সরদার।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশ যৌথভাবে উপজেলার কঁচা নদীতে অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করা অবস্থায় দুই জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রফিকুল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত দুই জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এলএ)