স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ১৮:৪৭

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সঙ্গে স্থানীয় নাগরিক সংগঠন ও বিভিন্ন শ্রেণির পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নাগরিক সমাজের অধিকতর অংশগ্রহণ ও জবাবদিহিতা বৃদ্ধি বিষয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ দেয়া হয়।

বুধবার জেলা প্রশাসকের আইসিটি ল্যাব কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক অতুল সরকার।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুর রশিদ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে এলজিএসপি ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আমিরউল ইসলাম, ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মনির হোসেন মজুমদার।

প্রশিক্ষণে জানানো হয়, ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও সেবা প্রদান বিষয়ক ধারণা অর্জন, ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা, স্থায়ী কমিটি গঠন ও সভা, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া, বিভিন্ন দারিদ্র্য বিমোচন কর্মসূচি কার্যক্রমে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির উপায় বুঝে নেয়া।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এলএ)