বিকাশ ব্যবসার আড়ালে অনলাইন ক্যাসিনো, আটক ৫

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২০:১১ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৯, ২০:০৬

জামালপুরের মেলান্দহে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে নগদ প্রায় চার লাখ টাকা, ১৩টি মোবাইল ও একটি কম্পিউটারসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব-১৪।

বুধবার বিকালে মেলান্দহ বাজার এলাকায় দুটি মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪ জামালপুর কোম্পানির উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে সংস্থাটির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। অভিযানকালে ক্যাসিনো পরিচালক মাহমুদুল হাসান মাসুম ও নোমানসহ পাঁচজনকে আটক করে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে নগদ তিন লাখ ৮০ হাজার টাকা ৫৭ টাকা, ১৩টি মোবাইল, একটি কম্পিউটার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বাকি তিনজন হলেন সোহান, মশিউর ও ফরহাদ।

র‌্যাব-১৪ জামালপুর কোম্পানির উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়ার জানান, মাহমুদুল হাসান মাসুদ ও নোমান কম্পিউটার ও বিকাশের ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে নাইন উইকেট লাইক নামে সটওয়ারের মাধ্যমে ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন। দেশের বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা বিকাশের মাধ্যমে টাকা এমনকি প্রবাসী বাঙালিরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডলারে জুয়া খেলতো। তাদের মোবাইলে ও কম্পিউটারে এধরনের প্রমাণ পাওয়া গেছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী কেউ এর সাথে জড়িত রয়েছে কি না তা জানা যাবে বলে জানিয়েছে র‌্যাব।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

অপহরণ-ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার, স্কুলছাত্রী উদ্ধার

হুমায়ুন আজাদকে হত্যায় সরাসরি জড়িত জঙ্গি সাবু গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :