ভ্রাম্যমাণ আদালতে জেলেদের হামলা, আহত ১৫

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৯, ১০:৪৭
ফাইল ছবি

রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ওপর জেলেদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় মৎস্য কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছেন।

বুধবার রাতে কালুখালি উপজেলার কালিকাপুর ইউনিয়নের পদ্মা নদীর চর আফড়া ও গতমপুর চর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার শাবু, অফিস সহায়ক নিরাঞ্জন, কালুখালী থানার কনস্টেবল হাফিজ ও সজল। এদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, কনস্টেবল হাফিজ ও এক আনসার সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সুস্থ রয়েছেন অভিযানে থাকা নির্বাহী হাকিম রোমানা আফরোজ।

কালুখালী থানার ওসি কামরুল হাসান জানান, ইলিশ রক্ষা অভিযানে সন্ধ্যার আগে নির্বাহী হাকিম, উপজেলা মৎস্য অফিসের লোকজন, আনসার ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন নদীতে অভিযানে যান। অভিযান চলার সময়ে সন্ধ্যার পর তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, কালুখালীর নদীতে ইলিশ রক্ষা অভিযান চলার সময়ে জেলেরা প্রশাসনসহ তার দপ্তরের কর্মকর্তাদের ওপর হামলা করেছে। এতে ১৫ জন আহত হয়েছেন।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান, বুধবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রোমানা আফরোজ ও কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের নেতৃত্বে পুলিশ ও আনছার সদস্যদের নিয়ে পদ্মায় ইলিশ রক্ষা অভিযানে যান। এ সময় অভিযানের দলটি কালুখালী উপজেলার সীমানা পেরিয়ে পাংশা উপজেলার পূর্ব চর আফড়া এলাকায় গেলে জেলেরা তাদের ওপর হামলা চালায়।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :