নুসরাত হত্যার রায়

আদালতে অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামি

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৯, ১১:১৩ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯, ১১:৪০

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস

ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার হত্যার ঘটনার রায় ঘোষণা করা হবে আজ। রায় ঘোষণার আগে কারাগার থেকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামিকে।

বৃহস্পতিবার সকালে ১০টার পর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের এজলাসে তোলা হয়।

হত্যাকাণ্ডের মাত্র সাত মাসের মধ্যেই হতে যাওয়া এই রায়কে ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে ফেনী পুলিশ। এজন্য আদালত চত্বর এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রায়ে সব আসামির সর্বোচ্চ সাজার আশা করছেন নুসরাতের পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে নুসরাতকে যৌন হয়রানি করার অভিযোগ এনে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। মামলাটি তুলে না নেওয়ায় গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে নুসরাতকে কৌশলে ডেকে পাশের ভবনের তিন তলার ছাদে নিয়ে যায় সিরাজ উদ দৌলার সহযোগীরা। সেখানে তারা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে গত ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন নুসরাত।

এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় একটি মামলা করেন।

৪৯ দিন তদন্ত করে গত ২৯ মে ফেনীর আদালতে ৮০৮ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ আসামি করা হয় ১৬ জনকে। তারা সবাই কারাগারে রয়েছে।

এদের মধ্যে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১২ জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এই রায় ঘোষণা হলে অল্প সময়ে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ের দৃষ্টান্ত স্থাপন হবে বলে মনে করছে মামলা সংশ্লিষ্টরা।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/এমআর