রাবি প্রশাসনের অপসারণ দাবি শিক্ষকদের

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৯, ১৩:৪২

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে দুর্নীতিবাজ উল্লেখ করে তাদের অপসারণের দাবিতে অটল বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের একাংশ। বৃষ্টিতে ভিজেও দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে ফের মানববন্ধন কর্মসূচি পালন করতে দেখা গেছে তাদের।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ এই ব্যানারে কর্মসূচিটি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- গণিত বিভাগের অধ্যাপক আশাবুল হক,  ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতানুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদি, আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ প্রমুখ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বক্তব্য শেষে ‘জয় হিন্দ’ বলা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার সাথে চাকরি প্রত্যাশীর কথপোকথনের অডিও ফাঁসের পর গত ৩ অক্টোবর থেকে প্রশাসনের অপসারণ দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষকরা।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এলএ)