জয়পুরহাটে গুজব ছড়ানো বন্ধে সচেতনতামূলক সভা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৯, ১৫:১৩

টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও সুসংগঠিত সমাজ তৈরির লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক গুজব ছড়ানো, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও যৌন নির্যাতন বন্ধে জয়পুরহাটে সচেতনতামূলক সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। সদর উপজেলা পরিষদ এই সভার আয়োজন করে।

সচেতনতামূলক সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তৃতা করেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ প্রমুখ।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ব্যবসায়ী সাংবাদিক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সভায় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মহল বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করে জাতিকে বিব্রত করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :