হেলপারকে হত্যা করে বাস ছিনতাইয়ের চেষ্টা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৯, ১৭:৪৫

ফরিদপুরের বাসের হেলপার সাদ্দাম হোসেনকে হত্যা করে বাসটি ছিনতাইয়ের চেষ্টা করেছে দুবৃত্তরা। বৃহস্পতিবার সকালে নিউ নুপুর (ফরিদপুর-ব-১১-০০৮৮) পরিবহনের বাসটি ভাঙ্গা বিশ্বরোড চৌরাস্তা মোড় থেকে উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে ও থানা পুলিশ। এসময় বাসের ভেতরে থাকা হেলপার সাদ্দাম হোসেনের হাত পা ও মাথা বাঁধা লাশ উদ্ধার করা হয়।

তিনি মধুখালী থানার আড়পাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, ‘ফরিদপুর থেকে বেনাপোল রোডে চলাচলকারী পরিবহনটি গত বুধবার রাতে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে ছিনতাই করে চক্রটি। বাসটির ভেতরে থাকা হেলপারকে হত্যা করে বাসটি নিয়ে পালিয়ে যাচ্ছিল ছিনতাইকারীরা। ফরিদপুর থেকে চালিয়ে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে এসে বাসটির চালক ভুল করে নির্মাণাধীন এলাকায় প্রবেশ করে ফেলে। সেখান থেকে বাসটি ঘোড়ানের কোন ব্যবস্থা না থাকায় বাসটি ফেলেই চক্রটি পালিয়ে যায়।’

বাসের মালিক ফরিদপুর শহরের বাসিন্দা হাজী জয়নাল জানান, দুই দিন আগে হেলপার হিসেবে সাদ্দাম কাজে যোগ দিয়েছিল। বাসের ভেতরে ঘুমানো ছিল সে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান বলেন, সকালে বাসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী হাইওয়ে থানাকে খবর দেয়। এই ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে, একই সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :