কুষ্টিয়ায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৯, ১৮:০০

কুষ্টিয়ার কুমারখালী থানার একটি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী দুই আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- কুমারখালী উপজেলার দমদমা গ্রামের মিরাজ উদ্দিন বিশ^াসের ছেলে ইয়ার আলী (৪৮), মৃত: সুরুজ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৩) এবং পলাতক আসামী বাগুলাট গ্রামের নিয়ামত আলীর ছেলে রেজাউল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩ মার্চ রাতে বৈদ্যুতিক মিস্ত্রি আলম সেখকে আসামিরা নারী ঘটিত কারণে পূর্বশত্রুতার জের শ^াসরোধ ও গলাকেটে হত্যা করে কুমারখালী উপজেলার বাগুলাট গ্রামে একটি মেহগনি বাগানে লাশ ফেলে যায়। সংবাদ পেয়ে পরদিন সকালে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার নিহতের স্ত্রী সবুরা খাতুন চারজনের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :