ডিআইজি হলেন পুলিশের ৮ কর্মকর্তা

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৯, ১৮:৫৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯, ০০:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার আট পুলিশ কর্মকর্তা উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নিশারুল আরিফ, ঢাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আমিনুল ইসলাম, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল কুদ্দুছ আমিন, পুলিশের এন্টি টেরিরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. হারুন-আর-রশিদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কশিনার নাজমুল আলম, পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ।

ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এসএস/ইএস