নগরকান্দায় দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৯, ১৮:৫৯

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের সংঘর্ষকারীরা তাদের নিকট থাকা দেশীয় অস্ত্র পুলিশের নিকট জমা দিয়েছে।

সভ্যসমাজে এ সব অস্ত্র নিয়ে সংঘর্ষের দিন আর নেই এই আশা বুকে ধারণ করে বুধবার বিকালে ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অস্ত্র জমা দেয়ার অনুষ্ঠান হয়।

এই অনুষ্ঠানে উপজেলার শহীদনগর ইউপির ঈশ্বরদী গ্রামে শতাধিক মানুষ তাদের বাড়িতে থাকা দেশীয় অস্ত্র (ঢাল, সড়কি, বল্লম ও ট্যাটা) নিয়ে হাজির হন।

নগরকান্দা থানার ওসি শেখ সোহেল রানার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে ছিলেন- ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সিনিয়র সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দীন, পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ওসি বলেন, নগরকান্দা দাঙ্গাপ্রবণ এলাকার এই গ্রামের দেশীয় অস্ত্র জমা নিলাম। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি গ্রামে চলবে এই কার্যক্রম।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :