পাঁচ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৯, ১৯:১১

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত যুবকের লাশ পাঁচ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার দুপুর দেড়টার ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা এ লাশ হস্তান্তর করেন। এর আগে সকালে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক হয়।

রবিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক শ্রীকান্ত  রায় হরিপুর উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলু রামের ছেলে।

খেলু রাম জানান, গত সোমবার থেকে লাশ ফেরত দেয়ার প্রক্রিয়া চলে আসছে। আজ দেবে, কাল দেবে এমন করে গত সোমবার থেকে সীমান্তে দাঁড় করিয়ে রেখেছে ভারতের খোচাবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্য। আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম। মনে করেছিলাম, লাশ ফেরত দেবে না। অবশেষে ছেলের লাশ পেলাম।

কান্দাল ক্যাম্পের বিজিবি সদস্যরা জানান, গত সোমবার থেকে লাশ ফেরতের  বিএসএফ সদস্যদের সাথে যোগাযোগ অব্যাহত ছিল। অবশেষে বৃহস্পতিবার সকালে আমাদের চিঠির জবাবে সাড়া দিলে উভয় দেশের পতাকা বৈঠক হয়। পরে তারা নিহত যুবকের লাশ ফেরত দেয়।

লাশ ফেরতের সময় হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সবুর, কান্দাল ক্যাম্পের বিজিবি সদস্যরা, নিহত যুবকের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এলএ)