বেনাপোলে ১০ সোনার বারসহ ভারতীয় আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৯, ১৯:১৭

ভারতে পাচারকালে ১০টি সোনার বারসহ গোপাল সরকার নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক ভারতীয় নাগরিক গোপাল সরকার ভারতের পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কালিয়ানী গ্রামের বাসিন্দা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ সোনা পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক গোপাল সরকারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০টি সোনার বার জব্দ করা হয়।

জব্দ সোনার মূল্য ৫৮ লাখ ৫১ হাজার টাকা বলে বিজিবি জানায়।

আটক গোপাল সরকারকে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :