ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৯, ০৮:৫৮
নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে পুরো ভিকারুননিসা এলাকা

রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির নির্বাচন আজ। শুক্রবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হবে। বিরতিহীনভাবে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

প্রতিষ্ঠানটির মূল শাখা বেইলি রোড ছাড়াও অন্য সব শাখায় ভোটগ্রহণ চলবে। মোট ২৪ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সভাপতিসহ ১১ সদস্যের গভর্নিং বডিতে থাকবেন চার শিক্ষকসহ ছয়জন অভিভাবক। নির্বাচন নিয়ে শিক্ষকদের তেমন প্রভাব দেখা না গেলেও ছয়জন অভিভাবক প্রতিনিধি নির্বাচন নিয়ে লড়াই বেশ জমে উঠেছে।

অভিভাবক প্রতিনিধি নির্বাচনের জন্য লড়াই করবেন ২৭ জন। এদের মধ্যে রাজনীতিবিদ, ব্যবসায়ী, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছেন।

এই ছয় পদের বিপরীতে মনোনয়ন কিনেছিলেন ৪০ জন অভিভাবক-শিক্ষক। এর মধ্যে সাতজন গতবারের কমিটিতে থাকায় যাচাই-বাছাইয়ে তাদের বাদ দেওয়া হয়।

এ নির্বাচনে প্রাথমিক শাখা থেকে একজন, মাধ্যমিক শাখা থেকে দুজন, কলেজ শাখা থেকে দুজন প্রতিনিধি এবং শিক্ষকদের মধ্য থেকে তিন জন সদস্য নির্বাচন করা হবে। এছাড়া একজন সংরক্ষিত সদস্য হিসেবে মনোনীত হবেন। ভিকারুননিসা কর্তৃপক্ষের সঙ্গে মিলে নির্বাচিত এ সদস্যরা মূলত প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন। উন্নয়ন, ব্যবস্থাপনা, সিলেবাস, রুটিন সাজানোর বিষয়ে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা থাকালেও গতকাল তা প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার সিনিয়র চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক নুসরাত সাহারা বীথি উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর ফলে শুক্রবারের গভর্নিং বডি নির্বাচন নিয়ে আইনগতভাবে বাধা কেটে যায়।

গত বুধবার এক অভিভাবকের আবেদনের শুনানি নিয়ে এ নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।

উল্লেখ্য, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন উপলক্ষে এ মাসের শুরুতে তফসিল ঘোষিত হয়। তফসিল অনুযায়ী, গত ১-৩ অক্টোবর মনোনয়নপত্র জমা দেন নির্বাচনে ইচ্ছুক প্রতিদ্বন্দ্বী অভিভাবকরা।

ঢাকাটাইমস/২৫অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, চলবে সেমিস্টার পরীক্ষা

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

এই বিভাগের সব খবর

শিরোনাম :