বগুড়ায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোরকে হত্যা

প্রকাশ | ২৫ অক্টোবর ২০১৯, ১৯:১৮ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯, ২০:২৯

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার কাহালুতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ১২ বছর বয়সী আলাল নামের ওই কিশোর স্থানীয় একটি জুট মিলের কর্মী। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যতিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার মুরইল এলাকার আফরিন জুট মিলে এই ঘটনা ঘটে। নিহত আলাল কাহালুর ঢাকন্তা গ্রামের মোতাহার আলীর ছেলে।

জানা গেছে, সকাল থেকে মিলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল। বেলা ১১টার দিকে শ্রমিক যতিন হাওয়া মেশিনের পাইপ দিয়ে অপর শ্রমিক আলালের পায়ুপথে বাতাস দেয়। এতে আলালের পেট ফুলে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে আলালকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সে মারা যায়।

খবর পেয়ে পুলিশ জুট মিল থেকে যতিনকে গ্রেপ্তার করে। সে শাজাহানপুর উপজেলার খরনা গ্রামের সন্তোষ কুমারের ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো কোনো মামলা হয়নি। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে খুলনায় রাকিব নামে এক শিশুকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনা ঘটে। এটি দেশ-বিদেশে বেশ আলোড়ন সৃষ্টি করে। সেই মামলায় আসামিদের মৃত্যুদণ্ড হলেও তা আপিলে কমে যাবজ্জীবন হয়।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/জেবি)