জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, অর্ধ শতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৯, ১৯:১৮

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চম্পকনগর বাজারে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী, পুলিশ ও আহতরা জানান, উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের সনু মিয়ার গোষ্ঠীর মৃত মোবারক মৃধার লোকজনের সাথে একটি জায়গা নিয়ে একই গ্রামের দোসা মিয়ার গোষ্ঠীর সাবেক ইউপি সদস্য সামসু মিয়ার লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় এক বছর আগে ওই সংক্রান্ত বিরোধ নিয়ে চম্পকনগর বাজারসহ বিভিন্ন এলাকার চারটি সালিশ বৈঠক হয়।

সালিশে গ্রামের ফতেহপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় দোসা গোষ্ঠীর সামসু মিয়াকে সাত শতক জায়গা দেয়ার সিদ্ধান্ত হয়। এতে সামসু মিয়া রাজি হন। গত কয়েক দিন ধরে সামসু মিয়া সনু মিয়ার গোষ্ঠীর মৃত মোবারক মৃধার জায়গা দখল করার পরিকল্পনা করছিলের।

সকাল আটটার দিকে সামসু মিয়া তার লোকজনকে নিয়ে মোবারক মৃধার জায়গা দখল করতে যান ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সনু মিয়ার গোষ্ঠীর লোকজনের উপর হামলা চালান। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে সনু মিয়ার লোকজনও পাল্টা হামলা চালায়। হামলায় উভয়পক্ষের নারী-পুরুষসহ অর্ধ শতাধিক লোক আহত হন।

সংঘর্ষে আহত হয়ে সনু মিয়ার গোষ্ঠীর লোকজন দুপুরে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতলে গেলে সামসু মিয়ার লোকজন আবার হাসপাতালের বাইরে সনু মিয়ার গোষ্ঠীর আল আমিনকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলার পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান রতন বলেন, একটি জায়গা নিয়ে বিরোধের জের ধরে দোসা মিয়ার গোষ্ঠী ও সনু মিয়ার গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসার জন্য গেলে দোসা মিয়া গোষ্ঠীর লোকজন হাসপাতালের বাইরে সুনর গোষ্ঠীর আলামিনকে মারধর করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :