চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৯, ১৫:২৮

চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ ও অয়েল ট্যাংকারের সংঘর্ষে কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়া তেল তুলে নিচ্ছে চট্টগ্রাম বন্দরের বে ক্লিনার-১ ও ২, কান্ডারী ১০ ও ১১ এবং দুটি লেবার বোট। শনিবার সকাল পর্যন্ত এ দলটি নদী থেকে পানিসহ প্রায় চার হাজার লিটার তেল তুলেছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে কর্ণফুলী নদীর ৩ নম্বর ডলফিন জেটি এলাকার মাঝ নদীতে লাইটার জাহাজ ‘সিটি ৩৮’ ও অয়েল ট্যাংকার ‘দেশ-১’ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে ধাক্কা খেয়ে ফুটো হয়ে যায় অয়েল ট্যাংকারটি। ফলে নদীতে তেল ছড়িয়ে পড়তে শুরু করে।

এ ঘটনায় ইতোমধ্যে জাহাজ দুটির মাস্টারসহ তিনজনকে আটক করা হয়। পাশাপাশি বন্দরের ‘কান্ডারী-৮’ নামে জাহাজের সাহায্যে ওই জাহাজ দুটিকেও আটক রাখা হয়েছে।

এ বিষয়ে বন্দর সচিব ওমর ফারুক জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নদীতে নিঃস্বরিত জ্বালানি তেল তুলে নেয়ার কাজ শুরু করেছি। আর দুর্ঘটনাটির জন্য দায়ী ওই দুটি জাহাজের মালিকের কাছ থেকে এর জন্য ক্ষতিপূরণও আদায় করা হবে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা