মির্জাপুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৯, ১৬:৩০

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তার নাম  নজরুল ইসলাম। শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় নারীসহ ছয় যাত্রী আহত হন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার পরিতোষ পালের স্ত্রী অষ্টমী পাল, আশুলিয়ার কালিকাপুর শিমুলিয়া গ্রামের শম্ভু পালের দুই ছেলে নারায়ণ পাল ও দীনেশ পাল, মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামের আলমগীর হোসেন ও দেওহাটা এলাকার আলম মিয়া।

জানা গেছে, বেলা পৌনে ১১টার দিকে নজরুল মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড হতে যাত্রীসহ সিএনজিচালিত অটো নিয়ে দেওহাটা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে দেওহাটা আন্ডারপাসের পশ্চিমপাশে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উঠে পড়ে।  এ সময় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই অটোকে ধাক্কা দেয়। এতে চালকসহ সাত যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

দেওহাটা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক সেলিম রেজা জানান, অটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উঠে গেলে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের বাসটির ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এলএ)