পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৯, ১৭:৫৪

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন সময় অর্থ আত্মসাৎ করায় দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কুষ্টিয়া জেলার মনোহরদী থানার আব্দুর রহিম ও ঝালকাঠি জেলার মির্জাপুর এলাকার মৃত সোলামান খাঁর ছেলে ইয়াছিন খাঁ (খন্দকার বাবর)। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এ সময় পুলিশ সুপার আনিসুর রহমান জানান, প্রতারক খন্দকার বাবর প্রধানমন্ত্রীর আত্মীয় ও সরকারি বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেয়ার নাম করে বিভিন্ন সময় মানুষদের কাছ থেকে টাকা আত্মসাৎ করত। সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগের সময় চাকরি দেয়ার কথা বলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোপালপুর গ্রামের আবু মুছার ছেলে ইছহাক কাছ থেকে পর্যায়ক্রমে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার মামলা করলে পুলিশ অনুসন্ধান চালিয়ে ‘বাবর’ ও তার সহযোগী রহিমকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :