বোয়ালমারীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৯, ১৭:৫৮

সারাদেশের মতো ফরিদপুরের বোয়ালমারীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার সকাল ১১টায় দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে বোয়ালমারী থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। র‌্যালিটি প্রদিক্ষণ শেষে বোয়ালমারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।

থানার ওসি আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, কমিউনিটি পুলিশের সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুর রশিদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :