চাঁপাইনবাবগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৯, ১৮:১৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচা ও চাচা ভাইয়ের বিরুদ্ধে। নিহত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর বিশ্বাসপাড়ার গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুর রাজ্জাক। রাজ্জাক এবার রাজশাহী কলেজে মাস্টার পরীক্ষার্থী ছিল বলে জানিয়ে তার পরিবার।

শুক্রবার ঘটনাটি ঘটলেও ওই যুবক শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা সাতজনের নামে মামলা করলেও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে সুজন ও পলাশের স্ত্রী ডালিয়া বেগম।

নিহত বড় রিপন জানান, শুক্রবার সকালে বাড়ির সামনে রাস্তার উপরে বৃষ্টির পানি জমে থাকলে তা নিস্কাশন করতে যায় আব্দুর রাজ্জাক ও তার পিতা আব্দুস সালাম। কিন্তু মফিজ উদ্দিনের বাড়ির সামনে দিয়ে পানি নিষ্কাসন করতে বাধা দেয় মফিজ উদ্দিনের ছেলে ও ছেলের বউ। কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় আ. রাজ্জাক ও তার পিতাকে। পরে স্থানীয়দের সহায়তায় তার পরিবার আব্দুর রাজ্জাক উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে আব্দুল রাজ্জাকের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাবা সাতজনের নামে হত্যা মামলা করেন।

তিনি আরো বলেন, ‘ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

এই বিভাগের সব খবর

শিরোনাম :