ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালন

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৯, ১৯:০১ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯, ১৯:০১

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর

‘পুলিশের পক্ষে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’- এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি এবং আলোচনা সভা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় কোতয়ালি থানার সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন পুলিশ সুপার অলিমুজ্জামান। 

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড় হয়ে কোতয়ালি থানার সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে কোতয়ালি থানা চত্বরে জেলা পুলিশ এবং কোতয়ালি থানার উদ্যোগে আলোচনা সভা হয়।

এসময় আলোচনায় অংশ নেন- ফরিদপুরে কমিউনিটি পুলিশিং-এর জেলার সভাপতি অধ্যাপক মো. শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা প্রমুখ।

এসময় জেলা ও কোতয়ালি থানা পুলিশ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এলএ)